প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সরকার বিমানের টিকিটের দাম কমিয়েছিল। কিন্তু এর পর আবারও দাম বেড়ে গেছে। টিকিটের এমন মূল্য বৃদ্ধির পেছনে কিছু দুষ্টু লোক সবসময় লেগে আছে।
বুধবার (২ জুলাই) মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে বিমানের টিকিট ও এর দাম নিয়ে হতাশা প্রকাশ করেন আসিফ নজরুল।
উপদেষ্টা বলেন, দাম কমাতে ও সিন্ডিকেটমুক্ত করতে আমূল সংস্কার প্রয়োজন। সরকারের একার পক্ষে এটা সম্ভব না।
কিছু মানুষ অযথা অপপ্রচার ছড়াচ্ছে জানিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তিনি বলেন, এক বছরে ৩০ থেকে ৪০ হাজার লোক নেবে মালয়েশিয়া। কিছু লোক ১২ লাখ টাকার নামে মিথ্যা আশ্বাস দিচ্ছে। এগুলো করে লোক না ঠকানোর আহবান জানান তিনি। এছাড়া বাহরাইনে সিলেট-ব্রাহ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি করে দেশের বদনাম ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন আসিফ নজরুল।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.