দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 1 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

জুনের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ৩৩ হাজার ২৮৪ কোটি টাকা

Link Copied!

বিদায়ী মাস জুনের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৭০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৩ হাজার ২৮৪ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৩৩ লাখ ডলার রেমিট্যান্স।
মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত জুনের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৭০ কোটি ৬০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২৩৭ কোটি ২০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪.১০ শতাংশ।
এদিকে গত অর্থবছরের ২৯ জুন পর্যন্ত দেশে এসেছে ৩০ দশমিক ২১ বিলিয়ন বা ৩ হাজার ২১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।