যশোরে নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদ ঢালাইয়ের সময় ভেঙে পড়ে শ্রমিকসহ ৩ জন মারা গিয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় যশোর শহরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুরের বাসিন্দা ও নির্মাণাধীন ভবনের সাইট ইঞ্জিনিয়ার আজিজুর রহমান (৩৫), কুষ্টিয়ার বাসিন্দা প্রজেক্ট ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ও নির্মাণ শ্রমিক নূর ইসলাম (২৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সার্কিট হাউস রোডে বিল্ডিং ফর ফরচুন লিমিটেড ডেভেলপার কোম্পানির ১০ তলা ভবনের একটি কাজ চলছে। ওই ভবনের কাজ করছিলেন প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু হোসেনসহ কয়েকজন। হঠাৎ পাঁচতলার কার্নিশ ভেঙে রোডের ওপর পড়লে তিনজন ঘটনাস্থলে মারা যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, আমি ঘটনাস্থলে আছি। বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.