সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে তার আগে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানকে অপসারণ করতে হবে। তাই আগামীকাল রোববারও শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি দিয়েছে তারা। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই শাটডাউন কর্মসূচির বাইরে থাকবে।
শনিবার (২৮ জুন) দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এই কর্মসূচির কথা জানিয়েছে। সংগঠনটির মহাসচিব সেহেলা সিদ্দিকা সবাইকে কাল সকাল ১০টার মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে, আজ শনিবারও শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চলছে। সকাল থেকে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কাজ হয়নি। ভবনের ভেতরে কেউ ঢুকতে পারছেন না, বের হতেও পারছেন না কেউ।
এছাড়া, চট্টগ্রাম বন্দর, বেনাপোল, ঢাকা কাস্টমস হাউসসহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কার্যক্রম বন্ধ। এতে আমদানি রফতানিতে সব ধরনের শুল্কায়ন কার্যক্রম বন্ধ আছে।
আজকের সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার লিখিত বক্তব্যে বলেন, এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে রাজস্ব খাতের সংস্কার সম্ভব নয়। রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ, প্রকৃত, টেকসই ও বাস্তবসম্মত সংস্কারের স্বার্থে এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খানকে অপসারণ করতে হবে। আমরা আশা করি সরকার, ব্যবসায়ী সমাজ এ বিষয়ে একমত হবেন। আবদুর রহমান খানকে অপসারণ ব্যতীত ভিন্ন কোনো পথ খোলা নেই।
তিনি আরও বলেন, উদ্ভুত পরিস্থিতির নিরসন, জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার এবং চেয়ারম্যানের পদত্যাগের যৌক্তিকতা জানাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ অর্থ উপদেষ্টার সাথে যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। কিন্তু অর্থ উপদেষ্টার পক্ষ থেকে এ ধরনের কোনো উদ্যোগ নেয়া হয়নি।
উদ্ভুত পরিস্থিতিতে এনবিআর সংস্কার বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও কামনা করেন হাছান মুহম্মদ তারেক রিকাবদার।
তিনি অভিযোগ করেন, এনবিআর চেয়ারম্যান সম্প্রতি প্রতিহিংসা ও নিপীড়নমূলক উদ্দেশে কর্মকর্তাদের বদলি করছেন। আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এমন ৫ জন কর্মকর্তাকে উদ্দেশ্যমূলকভাবে ঢাকার বাইরে স্ট্যান্ড রিলিজের মাধ্যমে বদলি করা হয়েছে। তিনি (চেয়ারম্যান) আন্দোলনকারী কর্মকর্তাদের ভয়-ভীতি দেখাচ্ছেন। শাস্তি ও বদলির হুমকি দিচ্ছেন।
আর এই পরিস্থিতিতে কর্মসূচি চালিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.