স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ায় তা কমে এসেছে। মব সন্ত্রাস কি আগে থেকে কমেনি ? আমরা পদক্ষেপ নিয়েছি বলেই মব সন্ত্রাস আগে থেকে কমেছে। আস্তে আস্তে মব সন্ত্রাস থাকবে না এবং কেউ অন্যায় করে পার পাবে না।
বুধবার (২৭ জুন) বিকেলে ঢাকার ধামরাই বাজারে ঐহিত্যবাহী যশোমাধরের রথযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা ধামাইয়ের যশোমাধব রথ নিয়ে বলেন, ধামরাইর এই রথযাত্রা অনুষ্ঠানটি বাংলা ১০৭৯ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রায় চারশ বছরের এই অনুষ্ঠান নিঃসন্দেহে আমাদের ঐতিহ্যের একটি উজ্জ্বল নিদর্শন। আমি জেনে আনন্দিত হয়েছি যে, ধামরাইয়ের রথযাত্রা অনুষ্ঠান দেশের মধ্যে শ্রেষ্ঠ রথযাত্রা উৎসব। এটি আপনাদের জন্য অবশ্যই গৌরবের বিষয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে এ দেশে বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণিপেশার মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে বসবাস করে আসছে। রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও এ উপলক্ষ্যে বিভিন্ন শ্রেণি, ধর্ম, বর্ণ, পেশা, ধনী, গরিব নির্বিশেষে অনেক দর্শনার্থী আসেন এবং অনুষ্ঠানে শরিক হন। এটি এ ভূখণ্ডের মানুষের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের প্রতিফলন।
এ সময় চারশ বছরের ঐহিত্যবাহী যশোমাধরের রথযাত্রার অনুষ্ঠানে গিয়ে পায়ড়া উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে হিন্দু ধর্মাবলম্বীদের হাতে প্রতীকী রথের দড়ি তুলে দেন উপদেষ্টা।
রথযাত্রার উদ্বোধন শেষে কয়েক শতাধিক পুণ্যার্থীরা রথের দড়ি টেনে ধামরাই বাজার থেকে যাত্রাবাড়িতে নিয়ে আসে। উল্টো রথে দিনে রথকে আবার ধামরাই বাজারে নিয়ে আসা হবে।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় উপজেলা প্রশাসন, যশোমাধব মন্দির পরিষদের নেতৃবৃন্দ ও হাজার হাজার পুণ্যার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।