গোপনীয় কমিউনিস্ট শাসন ব্যবস্থায় পর্যটনকে উৎসাহিত করতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশে একটি নতুন সমুদ্র সৈকত রিসোর্ট খোলা হচ্ছে বলে দেশটির রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে। পূর্ব উপকূলের ওনসান কালমা রিসোর্টটি আগামী মাস থেকে দেশীয় পর্যটকদের জন্য উন্মুক্ত হবে—যার নির্মাণকাজ শেষ হতে ছয় বছর বিলম্ব হয়েছে। বিদেশি পর্যটকদের জন্য এটি কখন খুলবে, তা এখনও অস্পষ্ট।
কিম জং উন ওনসানে বেড়ে উঠেছেন, যেখানে দেশের অভিজাতদের অনেকেরই ব্যক্তিগত বিলাসবহুল বাড়ি রয়েছে। এক সময়ের মিসাইল পরীক্ষার স্থান হিসেবে পরিচিত এই শহরটিকে তিনি পর্যটন কেন্দ্রে রূপান্তর করতে চান।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ দাবি করেছে, ৪ কিলোমিটার (২.৫ মাইল) দৈর্ঘ্যের এই রিসোর্টে প্রতিদিন ২০ হাজার পর্যটক থাকতে পারবেন। সেই সাথে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল ও ওয়াটার পার্ক থাকবে—যার কোনোটিই স্বাধীনভাবে যাচাই করা যায়নি। পারমাণবিক অস্ত্র কর্মসূচির কারণে দশকজুড়ে নিষেধাজ্ঞার মুখে থাকা উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম দরিদ্র দেশ, যার বেশিরভাগ সম্পদ ব্যয় হয় সামরিক খাতে এবং কিম পরিবারের প্রতীকী স্থাপনায় (যার বেশিরভাগই রাজধানী পিয়ংইয়ংয়ে অবস্থিত)।
কিছু পর্যবেক্ষক বলছেন, এটি পিয়ংইয়ংয়ের জন্য আয়ের একটি সহজ উপায়। যদিও বিদেশি পর্যটকদের অনুমতি দেয়া হয়, তাদের বেশিরভাগই আসেন চীন ও রাশিয়া থেকে—উত্তর কোরিয়ার দীর্ঘদিনের মিত্র দেশ।
ইয়ং পাইওনিয়ার ট্যুরসের সহ-প্রতিষ্ঠাতা রোয়ান বিয়ার্ড বিবিসিকে বলেন, ‘আমি আশা করেছিলাম এটি আন্তর্জাতিক পর্যটনের জন্য পুনরায় উন্মুক্তির ইঙ্গিত দেবে, কিন্তু দুর্ভাগ্যবশত এখনও তা দেখা যাচ্ছে না’।
কোভিড মহামারির সময় উত্তর কোরিয়া ২০২০ সালের শুরুতে সীমান্ত বন্ধ করে দেয় এবং ২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত নিষেধাজ্ঞা শিথিল করেনি। এরপর ২০২৪ সালে তারা রাশিয়ান পর্যটকদের জন্য দরজা খোলে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়ার পর্যটকদের জন্য সীমান্ত খোলা হলেও কয়েক সপ্তাহ পরই অপ্রত্যাশিতভাবে আবার বন্ধ করে দেয়া হয়।
কিছু ট্যুর অপারেটর ওনসানের আকর্ষণ নিয়ে সন্দিহান। বিয়ার্ড বলেন, ‘পিয়ংইয়ং, ডিএমজেড বা অন্যান্য কমিউনিস্ট স্থাপনার মতো প্রধান আকর্ষণীয় স্থানগুলোই এখনও পশ্চিমা পর্যটকদের মূল লক্ষ্য হবে। তবে উরি ট্যুরসের পরিচালক এলিয়ট ডেভিস বলেছেন, উত্তর কোরিয়ার ‘অস্বাভাবিক গন্তব্য হিসেবে একটি বিশেষ আকর্ষণ রয়েছে’।
কেসিএনএ ওনসান রিসোর্টকে ‘সমগ্র দেশের জন্য একটি মহান ও শুভ ঘটনা’ আখ্যা দিয়ে এটিকে পর্যটনে ‘একটি নতুন যুগের সূচনা’ বলেছে। মূলত, ২০১৯ সালের অক্টোবরে এটি খোলার কথা ছিল, কিন্তু নির্মাণ বিলম্ব ও কোভিডের কারণে তা সম্ভব হয়নি।
গত মঙ্গলবার (২৪ জুন) কিম জং উন তার কন্যা কিম জু এ ও স্ত্রী রি সল জুকে নিয়ে রিসোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। ২০২৪ সালের নববর্ষের পর এটিই রি সল জুর প্রথম প্রকাশ্য উপস্থিতি। রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যাটসেগোরা ও অন্যান্য কূটনীতিকরাও অনুষ্ঠানে ছিলেন।
কিছু ট্যুর অপারেটর ধারণা করছেন, রিসোর্টটি শীঘ্রই রাশিয়ান পর্যটকদের জন্য উন্মুক্ত করা হতে পারে, যারা বর্তমানে উত্তর কোরিয়ার কিছু অংশে ভ্রমণের অনুমতি পাওয়া একমাত্র বিদেশি নাগরিক।
এই রিসোর্ট চালুর সময় উত্তর কোরিয়া ও রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে তাদের সম্পর্ক আরও জোরদার করেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করতে উত্তর কোরিয়া সৈন্য পাঠিয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া, পাঁচ বছর বন্ধ থাকার পর মঙ্গলবার (১৭ জুন) দুই দেশ পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে সরাসরি ট্রেন পরিষেবা পুনরায় চালু করেছে।