সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার প্রায় দেড় দশক পরেও যশোরে ঝিকরগাছার মণিরামপুরে সরকারি ত্রাণের চালের বস্তায় তার নামাঙ্কিত স্টিকার লাগিয়ে চাল দেয়া হয়েছে। উপজেলাটির রোহিতা ইউনিয়নের দুঃস্থ নারীদের জন্য নির্ধারিত ভিজিডি (VGD) কার্ডধারী উপকারভোগীদের মধ্যে এই চাল বিতরণ করা হয়েছে, যা নিয়ে স্থানীয় পর্যায়ে তীব্র সমালোচনা চলছে।
সরেজমিনে জানা গেছে, ২৬ জুন বুধবার (২৫ জুন) মণিরামপুরের রোহিতা ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি’র কার্ডধারী দুঃস্থ নারীদের মাঝে চাল বিতরণ করা হয়। বিতরণের জন্য ব্যবহারকৃত চালের বস্তার গায়ে কালি দিয়ে বড় অক্ষরে লেখা ছিল “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ।”
এ বিষয়ে রোহিতা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) জহুরুল ইসলাম বলেন, “শেখ হাসিনার নাম লেখা চালের বস্তা উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে। উপস্থিতে অনেকেই এর কারণ জানতে চেয়েছেন, কিন্তু আমরা কোনও উত্তর দিতে পারিনি। বিতরণের সময় ডিপিপি অফিসার ভূঁইয়া বিপ্লব উপস্থিত ছিলেন।”
রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণপদ বর্মণ বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনিয়নের ২০৬ জন উপকারভোগীর প্রত্যেকের জন্য মাসের চাল একবারে দেয়া হয়েছে এবং প্রতিটি বস্তায় সাবেক প্রধানমন্ত্রীর নামাঙ্কিত ছিল। তবে কেন এমন করা হয়েছে সরকারকে জিজ্ঞাসা করা ছাড়া কিছু বলা সম্ভব নয়।
এ বিষয়ে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিব সরকার বলেন, “মণিরামপুর উপজেলা খাদ্য বিভাগ এই চাল সরবরাহ করেছে। চালের বস্তায় কেন শেখ হাসিনার নাম লেখা হয়েছে, তা আমরা জানি না। ইতোমধ্যে উপজেলা খাদ্য কর্মকর্তা বিষয়টি সরজমিনে পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ‘সঠিক তদন্তের’ নির্দেশ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
অন্যদিকে, ঝিকরগাছার সরকারি চালের চালানেও ত্রাণের বস্তায় ‘চালের বস্তায় শেখ হাসিনার নাম’ যুক্ত করে বিতরণ করা হয়েছে কিনা জানতে চাইলে উপজেলা খাদ্য কর্মকর্তা বলেন, “এই মাসের বাইরে কোনো চাল আসেনি। আমরা চালের বস্তায় নাম দেখে দেয়ার চেষ্টা করিনি। চালের বস্তাগুলো ঢাকায় কেনার সময় থেকেই এমনভাবে আসতে পারে।”
উল্লেখ্য, ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের নিপালতা গ্রামে চাল বিতরণের সময় “চালের বস্তায় শেখ হাসিনার নাম যুক্ত করে বিতরণ” সংক্রান্ত খাদ্য অধিদপ্তরের নির্দেশনার কোনো একপ্রকার চিঠিও তার কাছে নেই।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.