রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ১৪৭টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৩টি দলের একাধিক আবেদন রয়েছে। সেই হিসেবে মোট ১৪৪টি দলের আবেদন জমা পড়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব আরও জানান, এসব আবেদনের প্রাথমিক পর্যালোচনার জন্য ২০ জন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। এবার প্রতীকের সংখ্যাও বাড়বে।
আখতার আহমেদ বলেছেন, ভোটার তালিকায় কারা যুক্ত হবেন, কোন সময় পর্যন্ত যুক্ত হবেন, তা যৌক্তিক বিবেচনায় নির্ধারণ করবে ইসি। আর এমন বিধান রেখে ভোটার তালিকা আইন সংশোধন করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সীমানা নির্ধারণ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৭৬টি আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে আবেদন এসেছে। এসব নিয়ে পর্যালোচনা চলছে।
ইসি সচিব আরও বলেছেন, নির্বাচনী প্রস্তুতি একটা চলমান প্রক্রিয়া। আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনার প্রকিউরমেন্ট শেষ হবে।

                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    