দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 26 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

ফেসবুকে ভিডিও থেকে আয় বন্ধের খবরটি মিথ্যা

বার্তা কক্ষ
June 26, 2025 7:02 pm
Link Copied!

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশী কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে ফেসবুক ভিডিও থেকে আয়ের সুযোগ বা মনিটাইজেশন নিয়ে একটি খবর ব্যাপক আলোচনায় ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে ফেসবুক ভিডিও থেকে আয়ের সুযোগ বা মনিটাইজেশন সম্পর্কিত নিয়ম করে দিচ্ছে কোটো। তবে এই খবরটি সম্পূর্ণরূপে এবং মোটেও (ফেসবুকের পক্ষ থেকে) একটি নীতিগত পরিবর্তন নয়। বাস্তবতা হলো, ফেসবুক আগের মতোই বন্ধ করেনি, বরং তাদের মনিটাইজেশন কৌশলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।

ফেসবুক তাদের অ্যাড ব্রেকস ভিডিও টুলটির একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে, যার ফলে ছোট ভিডিও এবং রিলসের মধ্যে আর কোনো পার্থক্য থাকছে না। এখন থেকে ব্যবহারকারীরা যে ভিডিও পোস্ট করবেন তা রিলস হিসেবেই বিবেচিত হবে এবং এর মাধ্যমে আয় হবে রিলস মনিটাইজেশনের শর্ত অনুযায়ী। এতে পুরনো রিলস প্রোগ্রামের মতোই ভিডিও কনটেন্ট থেকে আয় করতে পারবেন কনটেন্ট ক্রিয়েটররা। তবে এই নিয়মের কারণে ‘ভিডিও’ কনটেন্টের নামে যারা ক্লিকবেইট বা বিভ্রান্তিকর থাম্বনেইল দিতেন, তাদের আয়ের পথ বন্ধ হয়ে যাবে।

আগে ব্যবহারকারীরা একটি ভিডিও পোস্ট করে সেটির জন্য, একটি থাম্বনেইল দিয়ে ফলোয়ারদের আকৃষ্ট করতেন এবং পরে মূল কনটেন্টটি ছোট রিলস ভিডিও হিসেবে দেখাতেন, এতে দর্শকরা বিভ্রান্ত হতেন। এখন থেকে এই কাজটি আর করা যাবে না। ভিডিও পোস্ট করলে সেটি সরাসরি রিলস হিসেবে গণ্য হবে এবং রিলসের শর্তানুযায়ী মনিটাইজ হবে। এতে কনটেন্ট ক্রিয়েটরদের স্বচ্ছতা বজায় থাকবে এবং দর্শকরাও প্রতারিত হবেন না।

ফেসবুকের প্রোফেশনাল ও পেজের ‘ভিডিও’ ট্যাবটি না থাকলে চিন্তার কোনো কারণ নেই। এই নতুন নিয়মে ভিডিও ট্যাবের ব্যবহারকারীদের আলাদা করে সন্ধান করতে হবে না, পূর্বের ভিডিও এবং নতুন রিলসগুলো একই জায়গায় দেখা যাবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পরিবর্তনের ফলে ফেসবুক বিন্দুমাত্র আয় বা কোনো টুলই বন্ধ করেনি, বরং কনটেন্টকে আরও বেশি স্বচ্ছতা ও কার্যকরভাবে উপস্থাপন করার জন্য নতুন কৌশল গ্রহণ করেছে।

তাই বিভ্রান্তি এড়িয়ে, এই পরিবর্তনের বিষয়গুলো বুঝে ব্যবহারকারীদের সময়োপযোগী পদক্ষেপ নেওয়া উচিত।