দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 26 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

বিএনপি অফিসে চিরকুট ‘আওয়ামী লীগ ক্ষমতা পেলে ফিলিস্তিনের মত হবে’

বার্তা কক্ষ
June 26, 2025 3:07 pm
Link Copied!

মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। সেখানে পড়ে ছিল আওয়ামী লীগের নামে হুমকি সম্বলিত একটি চিরকুট। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পুলিশের একটি দল বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নওদা মটমুড়া গ্রামের স্থানীয় বিএনপির অফিস রয়েছে। রাতে অফিস বন্ধ করে নেতা-কর্মীরা বাড়ি চলে যায়। সকালে অফিসের সামনে স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ্য বস্তু দুটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বোমা সদৃশ্য বস্তুর পাশে পাওয়া যায় হাতে লেখা একটি চিরকুট। তাতে আওয়ামী লীগের এক অজ্ঞাত কর্মীর বরাত দিয়ে লেখা রয়েছে- ‘শেখ হাসিনা পালিয়ে গেলেও তারা জায়গায় রয়েছে। ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মত হবে।’

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, বোমা সদৃশ্য বস্তু দুটি পানি- বালু ভর্তি পাত্রে রেখে প্রাথমিক নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনার পেছনে কারা রয়েছে তদন্ত করা হচ্ছে।