৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৮ জুলাই। বুধবার (২৫ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে সাধারণ ক্যাডারের ৪৮১ জন এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের ১০৪ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন।
বিপিএসসি সূত্রে জানা গেছে, মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায়। প্রতিদিন সকাল ১০টা থেকে রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী প্রার্থীদের নির্ধারিত তারিখে মৌখিক বোর্ডে উপস্থিত থাকতে হবে। প্রথম দফায় ৮, ৯, ১৩ এবং ১৫ জুলাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যে কোনো প্রকার তদবিরকে অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের নির্ধারিত বিপিএসসি ফরম-১ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত পরীক্ষার দিনে বোর্ডে ৩০ মিনিট পূর্বে উপস্থিত থাকতে হবে। ফরম ও কাগজপত্র না থাকলে কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
যেসব কাগজপত্র লাগবে
মৌখিক পরীক্ষায় ফরম-১-এর সঙ্গে প্রার্থীদের প্রয়োজনীয় সনদপত্রের সত্যায়িত দুটি কপি এবং মূল সনদপত্র প্রদর্শনের জন্য আনতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—তিন মাসের মধ্যে তোলা তিন কপি পাসপোর্ট আকারের ছবি, এসএসসি থেকে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত শিক্ষাগত সনদের ফটোকপি, বয়স প্রমাণে এসএসসি বা সমমানের সনদ, ৪ বছর মেয়াদি ডিগ্রি না থাকলে বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত প্রত্যয়নপত্র, বিদেশি ডিগ্রি থাকলে ইকুইভ্যালেন্স সনদ, পেশাগত ডিগ্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা তৃতীয় লিঙ্গের পরিচয়প্রমাণ (যদি প্রযোজ্য), চাকরিতে থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র এবং পুলিশ ভেরিফিকেশন ফরম (তিন কপি)। ওজন, উচ্চতা ও বুকের মাপ উল্লেখসহ রেজিস্ট্রার্ড চিকিৎসকের সনদও জমা দিতে হবে।
এছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য অনলাইনে বিপিএসসি ফরম-৩ পূরণ করে জমা দেওয়া বাধ্যতামূলক। ফরমটি Teletalk-এর bpsc.teletalk.com.bd অথবা বিপিএসসির www.bpsc.gov.bd ওয়েবসাইটে গিয়ে পূরণ করে দুই কপি প্রিন্ট আউট মৌখিক বোর্ডে জমা দিতে হবে। কমিশনের পক্ষ থেকে এসএমএস ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের এ সংক্রান্ত নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।
বিপিএসসি আরও জানিয়েছে, মৌখিক পরীক্ষার জন্য কাউকে ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। প্রার্থীদের নিজ উদ্যোগে কমিশনের ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে নিতে হবে এবং নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী বোর্ডে উপস্থিত হতে হবে। কোনো যৌক্তিক কারণ ছাড়া পরীক্ষার তারিখ পরিবর্তনের সুযোগ থাকবে না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার কমিশন সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    