সারা দেশে চলাচলকারী পুরনো বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যান নিষিদ্ধ করে জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সরকারি নির্দেশনার আলোকে বিআরটিএ জানিয়েছে, ২০ বছরের বেশি পুরনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরনো ট্রাক ও কাভার্ডভ্যান রাস্তায় চলাচল করতে পারবে না। এমন যানবাহনের রেজিস্ট্রেশন ও রোড পারমিট নবায়ন বন্ধ থাকবে।
👉🏻 কী বলছে নির্দেশনা:
🔹 যানবাহনের বয়স গণনা করা হবে ম্যানুফ্যাকচারিং ইয়ার (চ্যাসিস তৈরি বছরের) ভিত্তিতে।
🔹 ২০২৫ সালের ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
🔹 রাস্তা ও মহাসড়কে পুরনো যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হবে।
বিআরটিএ’র অনুরোধ:
নির্ধারিত সময়ের মধ্যে মালিকদের নিজ নিজ পুরনো যানবাহন গ্যারেজ বা রাস্তায় থেকে সরিয়ে ফেলার আহ্বান জানানো হয়েছে। এই নির্দেশনার মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধ এবং পরিবেশ দূষণ কমানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে।
বিআরটিএ সূত্রে জানানো হয়েছে, এই পদক্ষেপ সরকারের ‘পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা’ নিশ্চিতকরণের অংশ।

