দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 25 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পুরাতন যানবাহনের চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করল বিআরটিএ

বার্তা কক্ষ
June 25, 2025 10:03 pm
Link Copied!

সারা দেশে চলাচলকারী পুরনো বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যান নিষিদ্ধ করে জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সরকারি নির্দেশনার আলোকে বিআরটিএ জানিয়েছে, ২০ বছরের বেশি পুরনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরনো ট্রাক ও কাভার্ডভ্যান রাস্তায় চলাচল করতে পারবে না। এমন যানবাহনের রেজিস্ট্রেশন ও রোড পারমিট নবায়ন বন্ধ থাকবে।

👉🏻 কী বলছে নির্দেশনা:
🔹 যানবাহনের বয়স গণনা করা হবে ম্যানুফ্যাকচারিং ইয়ার (চ্যাসিস তৈরি বছরের) ভিত্তিতে।
🔹 ২০২৫ সালের ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
🔹 রাস্তা ও মহাসড়কে পুরনো যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হবে।

বিআরটিএ’র অনুরোধ:
নির্ধারিত সময়ের মধ্যে মালিকদের নিজ নিজ পুরনো যানবাহন গ্যারেজ বা রাস্তায় থেকে সরিয়ে ফেলার আহ্বান জানানো হয়েছে। এই নির্দেশনার মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধ এবং পরিবেশ দূষণ কমানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে।

বিআরটিএ সূত্রে জানানো হয়েছে, এই পদক্ষেপ সরকারের ‘পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা’ নিশ্চিতকরণের অংশ।