প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৪:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৫, ৯:১৬ পি.এম
যশোরে বিএনপির তিন নেতাকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর জেলার সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন বিএনপির তিন নেতাকে বহিষ্কার করেছে যশোর জেলা বিএনপি ।

বুধবার (২৫ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলটির যশোর জেলার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে । বহিষ্কৃতরা হলেন, দেয়াড়া ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহ আলম সাগর, সদস্য আমিন উদ্দীন ও দেয়াড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমীর হোসেন । প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় এই তিন নেতাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.