দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 25 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

বার্তা কক্ষ
June 25, 2025 1:15 pm
Link Copied!

মাগুরার সদর উপজেলায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও তার সাত মাস বয়সী কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে সদর উপজেলার টিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ওই নারীর নাম সেতু (৩০) এবং শিশুর নাম আনিশা। তার স্বামীর নাম আওয়াল মেল্যা।

স্বজনরা জানান, নিজের বাড়িতে সকালে রাইস কুকারে ভাত রান্না করছিলেন সেতু। রাইস কুকারে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান তিনি। এ সময় তার কোলে থাকা ৭ মাস বয়সী শিশু আনিশাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ওমর ফারুক বলেন, মা ও মেয়েকে ইলেকট্রিক বার্ন হওয়ার পর হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি দুজনেই মৃত্যুবরণ করেছেন। তাদের শরীরে একাধিক স্থানে পোড়া চিহ্ন রয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, নিহতদের পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রাইস কুকার রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে তারা। খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।