দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 24 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

বালুর নিচ থেকে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস উদ্ধার

বার্তা কক্ষ
June 24, 2025 10:23 pm
Link Copied!

সিলেটে ট্রাকভর্তি বালুর নিচ থেকে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনী। মঙ্গলবার (২৪ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ৪৮ ব্যাটালিয়ন  ও সেনাবাহিনীর একটি দল যৌথ অভিযান চালিয়ে সিলেট-তামাবিল সড়কের হরিপুর এলাকায় একটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ট্রাকটির উপরিভাগে বালু থাকলেও নিচে কৌশলে লুকানো ছিল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় কসমেটিকস সামগ্রী। জব্দকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৫০ লাখ টাকা। এ ছাড়া সীমান্ত এলাকা থেকে চিনি, একটি গাড়িসহ আরও কিছু পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দফতরে হস্তান্তর করা হবে। দেশের সীমান্তে চোরাচালান রোধে বিজিবি ও সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।