দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 24 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ুদূষণে শীর্ষে বাহরাইনের মানামা

বার্তা কক্ষ
June 24, 2025 12:13 pm
Link Copied!

আজ সকাল থেকে ঢাকার আকাশ ছিল কালো মেঘে ঢাকা। রাজধানীর বেশকয়েকটি এলাকায় হয়েছে বৃষ্টি। যার ফলে ঢাকার বায়ু ছিল অনেকটাই ধুলাবালিমুক্ত।

মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টার আপডেটে ঢাকার বাতাসের মান ছিল ৬৮, যা ‘সহনীয়’ বলে নির্দেশ করে। এতে বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের মধ্যে ২৯ নম্বরে আছে ঢাকা।

আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে, ১৫৪ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা। ১৪৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইরাকের বাগদাদ, ১৪৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে গণতান্ত্রিক রিপাবলিক অব কঙ্গোর শহর কিংশা এবং ১৩২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি।

সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।