আজ ২৪ জুন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন। ১৯৮৭ সালের এই দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন এই ফুটবল জাদুকর। আজ তিনি ৩৮ বছরে পা রাখলেন। তার জন্মদিন ঘিরে বিশ্বজুড়ে ভক্ত-সমর্থকদের মধ্যে বইছে উচ্ছ্বাস, ভালোবাসা আর স্মৃতিচারণার জোয়ার।
ছোট শহর থেকে বিশ্বমঞ্চ
ছোটবেলার কঠিন জীবনসংগ্রাম, চিকিৎসা ব্যয়, বার্সেলোনার ট্রায়াল — সব পেরিয়ে উঠে আসা এক অসামান্য কাহিনি। বার্সেলোনা ক্লাবে নিজের দক্ষতা দিয়ে গড়েছেন একের পর এক ইতিহাস। এরপর প্যারিস সাঁ জার্মেইন এবং বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলে চলেছেন।
মেসি মানেই পরিণত প্রতিভা
৮ বারের ব্যালন ডি’অর জয়ী এই কিংবদন্তি খেলোয়াড় ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে অর্জন করেছেন অসংখ্য শিরোপা, যার মধ্যে রয়েছে কোপা আমেরিকা (২০২১) ও বিশ্বকাপ (২০২২)। তার খেলা মানেই যেন কাব্যের মতো নান্দনিকতা, কৌশলের ঝলক এবং মাঠজুড়ে ছড়িয়ে থাকা ভালোবাসার স্পন্দন।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.