আগামী মঙ্গলবারের মধ্যে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবি আদায়ে কোন সিদ্ধান্ত না এলে, ফের যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন চাকরিচ্যুত বিডিআর ও কারাগারে থাকা বিডিআর পরিবারের সদস্যরা।
সোমবার (২৩ জুন) শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির পর এই ঘোষণা দেন তারা। এদিন ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিলেও দুপুরের দিকে শাহবাগ মোড়ে এসে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ বাধা দিলে তারা সেখানেই অবস্থান নেন। এতে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে মিছিল বের করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।
আন্দোলনকারীরা বলছেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অনেক নিরপরাধ বিডিআর সদস্য কারাগারে আছেন। পাশাপাশি অনেকেই বিনা কারণে করা হয়েছে চাকরিচ্যুত। এ সময়, তারা পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেয়ার দাবিও জানান তারা।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.