দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 23 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

ইরান ও আমেরিকান জনগণের সাথে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন ট্রাম্প: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বার্তা কক্ষ
June 23, 2025 1:40 pm
Link Copied!

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশের পরমাণু স্থাপনায় হামলার বিরুদ্ধে টেলিভিশনে দেয়া প্রতিক্রিয়ায় বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইরান এবং আমেরিকান জনগণ উভয়কেই ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন। রোববার (২২ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

মার্কিন হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারে বলেছিলেন যে তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানো বন্ধ করবেন। কিন্তু কূটনীতিতে আমাদের আস্থাকে কাজে লাগিয়ে তিনি শুধু ইরানকেই নয়, নিজের ভোটারদেরও প্রতারিত করেছেন। তিনি একজন অভিযুক্ত যুদ্ধাপরাধীর এজেন্ডা মেনে নিয়েছেন, যিনি ইসরায়েলি রাষ্ট্রের লক্ষ্য এগিয়ে নিতে আমেরিকান নাগরিকদের জীবন ও সম্পদ নিংড়ে নিতে অভ্যস্ত।’

তিনি এও বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন। সেই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, এই হামলার ‘চিরস্থায়ী পরিণতি’ ভোগ করতে হবে।