দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 22 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রামপুরা গ্রিডে ত্রুটি, বিদ্যুৎবিহীন রাজধানীর বিভিন্ন এলাকা

বার্তা কক্ষ
June 22, 2025 11:54 pm
Link Copied!

ঢাকার রামপুরায় বৈদ্যুতিক উপ-কেন্দ্রে ক্রুটি দেখা দেওয়ায় রাজধানীর বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রোববার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

রাত সা‌ড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেরামত কাজ চলছিলেরামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা যায়, রাজধানী রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে রাত ৯টা ৫০ মিনিটে আকস্মিক কারিগরি ত্রুটি দেখা দেয়। পাওয়ার গ্রিডের প্রকৌশলীরা সমস্যা সমাধানে কাজ করছেন।

 

এদিকে গ্রিডে ক্রুটির কারণে রাজধানীর গুলশান, বনানী, হাতিরঝিল, ফার্মগেট, কারওয়ানবাজার, রামপুরা, মগবাজার, সেগুনবাগিচা, বকশি বাজারসহ রাজধানীর বিভিন্ন স্থান বিদ্যুৎ নেই। প্রচণ্ডগর‌মে বিদ্যুৎ না থাক‌ায় ঢাকাবাসীর ভোগা‌ন্তি বে‌ড়ে যায়।

 

জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, রামপুরা গ্রিড সাবস্টেশনে ক্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা সৃষ্টি হয়েছে। বিকল্প উপায়ে সংযোগ দেওয়ার জন্য কাজ করছে পিজিসিবি। পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে প্রত্যাশা করছেন তিনি।