দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 22 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

বার্তা কক্ষ
June 22, 2025 10:32 pm
Link Copied!

দেশে আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মারা গেছেন ৫ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬ জন।

রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ৬২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ। এর আগে শনিবার (২১ জুন) ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। মারা যায় দুজন।

নতুন করে ৩৬ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। আর নতুন করে ৫ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৫ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় চলতি বছরে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৩৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।