দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাFriday , 20 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করলো যৌথবাহিনী

বার্তা কক্ষ
June 20, 2025 6:35 pm
Link Copied!

মাগুরায় যৌথবাহিনীর অভিযানে ফেসবুক হ্যাকিং এবং বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ জুন) দিবাগত রাত তিনটার দিকে শ্রীপুর উপজেলার চরচৌগাছী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার রাজাপুর গ্রামের আশরাফ মণ্ডল (৪৫) ও চরচৌগাছী গ্রামের আনিসুর রহমান (২৮)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে সেনাবাহিনীর সহায়তায় দুই অপরাধীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি দেশি বন্দুক, একটি ল্যাপটপ, ছয়টি মোবাইল, এক লাখ দশ হাজার আটশ পঞ্চাশ টাকা এবং একটি ভুয়া ড্রাইভিং লাইসেন্স।

তিনি আরও জানান, আটকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ফেসবুক আইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে ফেসবুক আইডি হ্যাক এবং বিকাশ কোম্পানির গ্রাহকদের টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।