ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের (৩৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। শুক্রবার (২০ জুন) দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের টানমনিপুর গ্রামের সিমনা- সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুপুরের দিকে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশে কচুরিপানার স্তূপের ওপরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। পরে মরদেহটি রাস্তার পাশে কচুরিপানায় ঢাকা অবস্থায় ফেলে রেখে যায়। নিহতের নাম পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.