দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাFriday , 20 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাস্তার পাশে কচুরিপানার স্তূপে পড়ে ছিল যুবকের গলাকাটা মরদেহ

বার্তা কক্ষ
June 20, 2025 4:01 pm
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের (৩৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। শুক্রবার (২০ জুন) দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের টানমনিপুর গ্রামের সিমনা- সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুপুরের দিকে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশে কচুরিপানার স্তূপের ওপরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। পরে মরদেহটি রাস্তার পাশে কচুরিপানায় ঢাকা অবস্থায় ফেলে রেখে যায়। নিহতের নাম পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।