শিশুদের বিরুদ্ধে সহিংসতা সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। এতে টানা দ্বিতীয় বছরের মতো উঠে এসেছে ইসরায়েলের নাম। শিশু হত্যা, পঙ্গুত্ব, স্কুল ও হাসপাতালের ওপর হামলা এবং শিশুদের সশস্ত্র সংঘাতে নিয়োগ—এসব গুরুতর লঙ্ঘনের প্রমাণ থাকার ভিত্তিতে দখলদার দেশটিকে তালিকাভুক্ত করেছে সংস্থাটি।
জাতিসংঘের স্বাধীন যাচাইয়ের ভিত্তিতে তৈরি ২০২৪ সালের প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী শিশুদের বিরুদ্ধে সহিংসতার ৪১ হাজার ৩৭০টি ঘটনা নথিভুক্ত করতে পেরেছে তারা। এর মধ্যে ৮ হাজারের বেশি ঘটিয়েছে ইসরায়েল। অর্থাৎ, বৈশ্বিকভাবে মোট সহিংসতার প্রায় ২০ শতাংশের জন্যই দায়ী ইসরায়েল।
প্রতিবেদনের স্পষ্টভাবে বলা হয়েছে, শিশুদের হত্যা ও পঙ্গু করে এবং স্কুল ও হাসপাতালে হামলা চালানোর মাধ্যমে কালো তালিকায় অন্তর্ভুক্তির সব মানদণ্ড পূরণ করেছে ইসরায়েলি বাহিনী। ২০২৩ সালে প্রথমবারের মতো শিশু অধিকার লঙ্ঘনের তালিকায় ইসরায়েলের নাম যুক্ত করে জাতিসংঘ।