বিশ্বজুড়ে আশ্রয়প্রার্থীদের তালিকায় দ্রুতই বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা। ইউরোপ, আমেরিকা তো রয়েছেই, তালিকায় এবার চমক হিসেবে যোগ হয়েছে পূর্ব আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সোমালিয়া।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানায়, ২০২৩ সালে ২৮ হাজার ৪৭৩ জন বাংলাদেশি শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে নিবন্ধিত হয়েছেন। শরণার্থীর মর্যাদা চেয়ে আবেদন করেছেন ১ লাখ ৮ হাজার ১৩১ জন।
ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ২৪ হাজার ১২৬ বাংলাদেশি, ২০২২ সালে প্রায় ২৪ হাজার, ২১ সালে ২২ হাজার ৬৭২ জন এবং ২০২০ সালে ১৮ হাজার ৯৪৮ জন বাংলাদেশি নিজেদের শরণার্থী দাবি করে জাতিসংঘের কাছে আবেদন করেন।
সাধারণত ইউরোপ ও আমেরিকাই ছিল বাংলাদেশিদের প্রধান গন্তব্য। তবে সোমালিয়ায় ৬ জন বাংলাদেশি শরণার্থী হিসেবে নিবন্ধিত হওয়ার বিষয়টি নজর কেড়েছে সবার।
বিশেষজ্ঞদের মতে, অভ্যন্তরীণ নানা সংকটের কারণে বাংলাদেশিরা এখন নতুন নতুন দেশেও পাড়ি জমাচ্ছেন। তাদের মতে, ৫ আগস্ট পরবর্তী সময়ে অনেক বাংলাদেশি নিজ দেশ ছেড়ে পাড়ি জমাতে আগ্রহী হয়ে ওঠে। ফলে সোমালিয়ার মতো ঝুঁকিপূর্ণ দেশেও আশ্রয়ের চেষ্টা করছেন অনেকে।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিনই বাড়ছে জনসংখ্যা। জন্মহার বেড়ে যাওয়ার পাশাপাশি মিয়ানমার সীমান্ত থেকেও আসছে নতুন রোহিঙ্গা।
শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার বলেন, প্রতিদিন ক্যাম্পে জনসংখ্যা বাড়ছে, কিন্তু আন্তর্জাতিক সহায়তা কমে গেছে। ফলে পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। দ্রুত প্রত্যাবাসন না হলে এই সংকট ভয়াবহ রূপ নিতে পারে।’
তিনি আরও সতর্ক করে বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, রোহিঙ্গা সংকট পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বিপদ আরও বাড়বে।’
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.