দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাFriday , 20 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ব্রিজ ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বন্ধ

বার্তা কক্ষ
June 20, 2025 11:06 am
Link Copied!

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় অতিরিক্ত কয়লা বোঝাই একটি ট্রাক বেইলী ব্রিজ ভেঙে খালে পরেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে, ব্রিজ ভেঙে পরায় উপজেলার কলারন-সন্ন্যাসী-মোড়লগঞ্জ-পিরোজপুর সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (২০ জুন) ভোররাত ৪টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নে কলারন সন্ন্যাসীর মালবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ভোররাতের দিকে প্রায় ২৭ টন কয়লা বোঝাই ট্রাকটি ব্রিজ পার হওয়ার জন্য উঠলে ব্রিজটি ভেঙে পরে। স্থানীয়রা জানান,  এ ব্রিজটি অনেকটাই দুর্বল। পাঁচ টনের অধিক যানবাহন চলাচল আগেই নিষিদ্ধ করা হয়েছে। গতরাতে অতিরিক্ত কয়লা ভর্তি ট্রাক ব্রিজে ওঠার কারনে এটি ভেঙে পরেছে।পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।