দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 19 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার

বার্তা কক্ষ
June 19, 2025 6:12 pm
Link Copied!

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্রের অংশবিশেষ ও দেশীয় অস্ত্রসহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আরেফিন কিরণকে (৩৪) আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। নাজমুল আরেফিন জেলা শহরের গুলশানপাড়ার মৃত জিন্নাত আলীর ছেলে।

 

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নাজমুলের বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি থ্রি নট থ্রি রাইফেলের বডি (অংশ বিশেষ), ১৭টি দেশীয় অস্ত্র, ৩টি চাপাতি, ৬টি বড় ছুরি, ৩টি রামদা, ৬টি তরবারি, একটি ল্যাপটপ ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়। এরপর মামলা দিয়ে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

 

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিম মালিথা বলেন, নাজমুলকে আটকের খবর শুনেছি। তার বিরুদ্ধে উঠা অভিযোগ খতিয়ে দেখা হবে।

 

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, গ্রেফতার নাজমুলকে আদালতে সোপর্দ করা হবে।