আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 18 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কবিতা
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি পরীক্ষার্থীদের রোল শিট প্রিন্ট করা যাবে আজ থেকে

Link Copied!

এইচএসসি পরীক্ষার্থীদের রোল শিট অনলাইনে প্রিন্ট করার সুযোগ দেওয়া হচ্ছে আজ (বুধবার) থেকে। পরীক্ষার্থীদের রোল শিট বোর্ড নির্ধারিত লিংকের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে প্রিন্ট করে সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা সংশোধিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২৫ সালের শিক্ষার্থীদের রোল শিট ঢাকা শিক্ষা বোর্ডের নির্ধারিত লিংক থেকে ১৮ তারিখ থেকে প্রিন্ট করার জন্য নির্দেশনাসহ অনুরোধ করা হলো।

রোল শিট সংগ্রহের জন্য বোর্ডের নির্ধারিত ওয়েব ঠিকানা (www.dhakaeducationboard.gov.bd) ব্যবহার করতে হবে।

প্রসঙ্গত, বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন শুরু হয়ে চলবে ১০ আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।