দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 18 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মুশফিকের দেড়শো’র দিনে লিটনের আক্ষেপ, শেষ বিকেলে ছন্নছাড়া লোয়ার অর্ডার

বার্তা কক্ষ
June 18, 2025 8:42 pm
Link Copied!

গল টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশের লোয়ার অর্ডারকে যেন তড়িঘড়ি করে ফিরতে দেখা গেছে ড্রেসিংরুমে। তবে দিনের বাকি অংশে সফরকারীদের ব্যাটিং দেখে চোখ জুড়িয়েছে ক্রিকেট ভক্তদের। বৃষ্টি বিঘ্নিত দিনশেষে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৪৮৪ রান তুলেছে বাংলাদেশ। মুশফিক ১৬৩, শান্ত ১৪৮ ও লিটন ফেরেন ব্যক্তিগত ৯০ রানে। শেষ সেশনে মিলান রত্নায়েকের ভয়ংকর এক স্পেলের সুবাদে ৬১ রানে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৮ জুন) স্কোরবোর্ডে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরুতেই বিদায় নেন অধিনায়ক শান্ত। আগের দিন ১৩৬ রানে অপরাজিত থাকা এ ডানহাতি ব্যাটার ব্যক্তিগত ইনিংসে এদিন যোগ করেন মাত্র ১২ রান। শান্তর উইকেটে ভেঙে যায় টাইগারদের ২৬৪ রানের চতুর্থ উইকেট জুটি।

ক্রিজে আসেন লিটন দাস। তাকে সঙ্গে নিয়ে আবার বড় পার্টনারশিপ গড়ায় মন দেন মুশফিকুর রহিম। ১৬৩ রানে প্যাভিলিয়নে ফেরার আগে মুশি খেলে ফেলেছেন সাড়ে তিনশো বল। আন্তর্জাতিক ক্রিকেটে একটিও বল করেননি, এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান এখন তার।

মুশফিকের বিদায়ের পর ‘নার্ভাস নাইন্টিন’ পার হতে পারেননি লিটন দাস। ব্যক্তিগত ৯০ রানে থারিন্দু রত্নায়েকের বলে কুশল মেন্ডিসের তালুবন্দি হোন তিনি। বাংলাদেশের স্কোর তখন ৬ উইকেট হারিয়ে ৪৫৮ রান।

শেষ সেশনে মিলান রত্নায়েকের দারুণ এক স্পেল (৩-১-৮-৩) 

লিটনের বিদায়ের পর যেন খেই হারায় বাংলাদেশ। জাকের আলি ৮ রান করে বিদায় নেন। তাইজুল করেন ৬ রান। ৩০ বল খেলে নাঈম হাসানের ব্যাট থেকে আসে ১১ রান। তিনজনকেই বিদায় করেন রত্নায়েকে।

শেষ বিকেলের দারুণ কামব্যাকে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তিতে থাকতেই পারে স্বাগতিকরা।