দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 18 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া

বার্তা কক্ষ
June 18, 2025 12:42 pm
Link Copied!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বুধবার (১৮ জুন) সন্ধ্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলটি থেকে তা নিশ্চিত করা হয়েছে।

এর আগে, গত ৮ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশের সাবেক এ প্রধানমন্ত্রী।

টানা ১৭দিন ক্লিনিকটিতে চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন। পরে দীর্ঘ চার মাস পর দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানসহ গত ৬ মে লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা জিয়া।