ড্রোনে খুঁজতেন জুলাই আন্দোলনকারীদের, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াককে জুলাই আগস্টের গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসিকিউশনের তথ্যমতে জুলাই আন্দোলন চলাকালে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করে সে তথ্য র্যাব, পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডারদের দিতেন ইশতিয়াক।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ইশতিয়াক ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্ব পালন করেছেন সিটিটিসি ও সাইবার ফরেনসিক বিভাগে। ইশতিয়াক সাবেক বিচারপতি আবু আহম্মেদ জমাদারে ছেলে। গেলো ২৯ এপ্রিল রাঙামাটি থেকে গ্রেপ্তার করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.