নিকো উইলিয়ামসকে দলে ভেড়ানোর দাঁড় প্রান্তে বার্সেলোনা। অপেক্ষা শুধু হুয়ান লাপোর্তার সবুজ সঙ্কেতের। এদিকে ফ্রেহ্চ স্ট্রাইকার হুগো একিটিকেকে নিয়ে চলছে ইংলিশ জায়ান্টদের রেস। সে দৌড়ে নতুন সংযোজন ম্যানচেস্টার ইউনাইটেড। বিশ্ব ফুটবলে সাম্প্রতিক সময়ে ত্রাসের নাম স্পেন। গেলো বছর ইউরোর পাশাপাশি, অলিম্পিকের শিরোপাও জিতেছে লা রোহা ফিউরিজ। শক্তিশালি স্পেনের আক্রমন ভাগে লামিন ইয়ামালের সঙ্গে নিকো উইলিয়ামসের রসায়ন জমে বেশ।জাতীয় দলের মত বার্সেলোনায়ও বন্ধু নিকো উইলিয়ামসকে সতীর্থ হিসেবে পেতে যাচ্ছেন ইয়ামাল। ইতোমধ্যেই বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সঙ্গে স্পেনে আলোচনায়ও বসেছেন এ স্প্যানিশ উইঙ্গার। ২৩ বছর বয়সী এই ফুটবলারকে নিতে সবচেয়ে বেশি আগ্রহ কোচ হ্যান্সি ফ্লিকের। যদিও বাধা হতে পারে অর্থনৈতিক ইস্যু। এ উইঙ্গারের জন্য এককালী ৬৪ মিলিয়ন ইউরো গুনতে হবে ব্লগরানাদের। তাই শেষ মুহূর্তের হিসেব কষছেন সভাপতি হুয়ান লাপোর্তা।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.