দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 17 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ২ নারীর করোনা শনাক্ত

বার্তা কক্ষ
June 17, 2025 3:18 pm
Link Copied!

খুলনা ব্যুরো:

 

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে খুলনায় প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত দুইজনই নারী। আক্রান্ত্রদের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জুন) র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও ফোকাল পার্সন চিকিৎসক খান আহমেদ ইশতিয়াক বলেন, দ্বিতীয় ঢেউয়ে খুলনায় প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত দুই নারীর একজনের বয়স ১৮ বছর এবং অন্যজনের বয়স ৪২ বছর। সাম্প্রতিক সময়ে তারা খুলনার বাইরে যাননি বলে জানা গেছে। সেই হিসেবে ধারণা করা হচ্ছে, তারা খুলনাতেই আক্রান্ত হয়েছেন।

তিনি আরও বলেন, যে নারীর বয়স ১৮ বছর, তার শারীরিক অবস্থা বেশ খারাপ। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে, ৪২ বছর বয়সী নারী বেশ সুস্থ আছেন। তাই তাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।