জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার দ্বিতীয় দিনে যোগ দেয়নি জামায়াত ইসলামী। তবে বিএনপি, এনসিপি, সিপিবি,বাসদ,ইসলামী আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিয়েছেন।
মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে বেলা পৌনে ১২টায় বৈঠক শুরু হয়। যদিও ১১টায় বৈঠক শুরুর কথা থাকলেও জামায়াতের প্রতিনিধিদের অপেক্ষায় সভা শুরু করতে বিলম্ব হয়।
সূচনা বক্তব্যে কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পেলে জুলাই মাসেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব। কমিশনের সব প্রস্তাবে একমত না হলেও জাতির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দিতে আহ্বান জানান জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান আলী রীয়াজ।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, সংসদীয় স্হায়ী কমিটি বিরোধীদল থেকে নিয়োগ, নারী আসনের নির্বাচন, প্রধান বিচারপতি নিয়োগ ও সংসদের উচ্চ কক্ষ নিয়ে আলোচনা হবে আজকের সভায়।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.