স্বাস্থ্য
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
‘রোগীর চাপ ও বিশ্ব পরিস্থিতি মিলিয়ে করোনা নিয়ে আতঙ্কের কিছু দেখছি না’
dhaka-post
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ জুন ২০২৫, ২০:২৭
‘রোগীর চাপ ও বিশ্ব পরিস্থিতি মিলিয়ে করোনা নিয়ে আতঙ্কের কিছু দেখছি না’
দেশে করোনা রোগীর সংখ্যা বাড়ছে ঠিকই, তবে তা এখনো আতঙ্ক সৃষ্টির মতো পর্যায়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, রোগীর চাপ ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেখা যাচ্ছে, করোনা এখনো নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যেই বিশেষ টিম গঠন করেছে এবং গাইডলাইন হালনাগাদের কাজ চলছে।