দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 16 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

২০০ কেজি বিস্ফোরক ও ২৩ ড্রোনের সরঞ্জামসহ মোসাদের ২ গুপ্তচর আটক: ইরান

বার্তা কক্ষ
June 16, 2025 12:55 pm
Link Copied!

ইরানের তেহরান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আরও দুই গুপ্তচরকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০০ কেজি বিস্ফোরক ও ২৩টি ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জামসহ উদ্ধার করা হয়।

ইরানের পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে দুই মোসাদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকও জব্দ করা হয়েছে।

পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মোন্তাজের আল-মাহদি গতকাল রোববার বলেছেন, তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুয়েহ জেলায় মোসাদের ওই দুই সদস্যকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, তাদের কাছ থেকে ২০০ কিলোগ্রামের বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের সরঞ্জাম, লঞ্চার এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ছাড়া একটি নিসান পিকআপ ট্রাকও আটক করা হয়েছে।

গত ১৩ জুন রাতে ইসরায়েলি বাহিনী বিনা উসকানিতে ইরানে হামলা শুরু করে। এরপর থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদস্যরা ইরানে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছোট ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে।

এর আগে রোববার তেহরান সংলগ্ন আলবোরজ প্রদেশের সাভোজবোলাগ কাউন্টি থেকে আরও দুই মোসাদ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ইরান ইসরায়েলের ভেতরে পাল্টা হামলা চালাচ্ছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে তেল আবিব, জেরুজালেম এবং হাইফাসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরান।