দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 16 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বার্তা কক্ষ
June 16, 2025 12:49 pm
Link Copied!

কক্সবাজারের রামুতে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মূলত কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহতরা হলেন, সদর উপজেলার পিএমখালী দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫) ও তার ছেলে শিশু রিয়াদ। অপরজন রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংসু বড়ুয়ার মেয়ে রিমজিম বড়ুয়া (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন, রামু থানার ওসি তৈয়বুর রহমান। স্থানীয়দের বরাতে তিনি জানান, চট্টগ্রামগামী পূরবী বাস ও কক্সবাজারমুখী কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটে। এসময় বাসটি উল্টে ধানক্ষেতে পড়ে যায়। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।