আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 15 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার পাখতুনখোয়ায় তীব্র গোলাগুলি, এক সেনা ও সাত সন্ত্রাসী নিহত

Link Copied!

পাকিস্তানের অস্থিতিশীল খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে একজন সেনাসদস্য ও সাতজন সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিআই খান জেলার কুলাচি এলাকায় সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের ঘাঁটিতে কার্যকর হামলা চালায়, এতে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে।

এই সংঘর্ষে ইয়াসির খান নামের এক নায়েক শহীদ হন। একই সময়ে সাতজন সন্ত্রাসী নিহত হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বিদেশি মদদপুষ্ট ও সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি সম্পূর্ণ নির্মূল করতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো পূর্ণ উদ্যমে অভিযান অব্যাহত রাখবে।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান অঞ্চলে সন্ত্রাসী হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগান ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে—যদিও কাবুল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

সম্প্রতি কাবুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বৈঠকে আফগান পণ্ডিতরা জোর দিয়ে বলেন, আফগানিস্তানের মাটি যেন কোনো দেশের বিরুদ্ধে হুমকি বা ক্ষতির কাজে ব্যবহৃত না হয়। ইসলামাবাদ এই অবস্থানকে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে।