দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 14 December 2025
  1. Blog
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় দুই মার্কিন সেনা নিহতের পর ‘গুরুতর প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

বার্তা কক্ষ
December 14, 2025 5:25 pm
Link Copied!

সিরিয়ায় আকস্মিক সশস্ত্র হামলায় দুই মার্কিন সেনা ও একজন বেসামরিক মার্কিন দোভাষী নিহত হওয়ার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ঘটনার জন্য আইসিসকে দায়ী করে ‘গুরুতর প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, এটি ছিল যুক্তরাষ্ট্র ও সিরিয়ার বিরুদ্ধে আইসিসের সরাসরি আক্রমণ। তিনি জানান, সিরিয়ার একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় এ হামলা সংঘটিত হয়েছে, যেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। এই ঘটনার জবাবে কঠোর ও শক্তিশালী প্রতিশোধ নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

এদিকে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এক্স-এ দেওয়া পোস্টে জানান, পালমিরা শহরে সংঘটিত এই হামলায় আরও তিনজন মার্কিন কর্মী আহত হয়েছেন। পুরো ঘটনাটি বর্তমানে নিবিড় তদন্তের আওতায় রয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, একজন মাত্র আইসিস সদস্য এই অতর্কিত হামলা চালায়। পরে তাকে হত্যা করা হয়েছে।

পেন্টাগনের এক কর্মকর্তা এনবিসি নিউজকে জানান, সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নিয়ন্ত্রণের বাইরে থাকা একটি এলাকায় এই হামলা ঘটে।

এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পৃথক এক বার্তায় বলেন, হামলাকারীকে যুক্তরাষ্ট্রের অংশীদার বাহিনী সফলভাবে নিষ্ক্রিয় করেছে। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।