দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আটজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি নিহতদের পরিবার এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গুতেরেস বলেন, সুদানের কাদুগলিতে একটি লজিস্টিক ঘাঁটি লক্ষ্য করে চালানো ভয়াবহ ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষীরা হতাহত হয়েছেন—যা অত্যন্ত নিন্দনীয়। তিনি উল্লেখ করেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর এ ধরনের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি যুদ্ধাপরাধের শামিল হতে পারে।
জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিসংঘের কর্মী ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা সংশ্লিষ্ট সকল পক্ষের বাধ্যবাধকতা। এই ঘটনায় অবশ্যই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসও এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ হিসেবে অভিহিত করেন।
সরকারি বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ সুদানের আবেই এলাকায় জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের চালানো ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আরও আটজন গুরুতর আহত হন।
এই মর্মান্তিক ঘটনায় আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনের নিরাপত্তা, দায়বদ্ধতা ও বৈশ্বিক নৈতিকতার প্রশ্ন আবারও সামনে এলো—যেখানে শান্তির পতাকা বহনকারীরাই হয়ে উঠছেন সহিংসতার শিকার।



