দেশব্যাপী গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে ওয়ালটন চালু রেখেছে তাদের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড ফ্রিজসহ নানা ধরনের ফ্রি ও নিশ্চিত উপহার। ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে প্রতিদিনই বহু গ্রাহকের হাতে উপহার পৌঁছে দিচ্ছে ওয়ালটন।
এই ধারাবাহিকতায় ঢাকা বিভাগের বিভিন্ন এলাকার ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে ৬ জন ক্রেতা সাইড বাই সাইড ফ্রিজ ও টিভি ফ্রি উপহার পেয়েছেন। উপহারপ্রাপ্তরা হলেন—মুন্সিগঞ্জের গোলাম রাব্বানি সিফাত ও গৃহিণী আফসানা আক্তার, নারায়ণগঞ্জের আজমির খান, রূপগঞ্জের সবুর হোসাইন, সিদ্ধিরগঞ্জের তারিকুল ইসলাম এবং আসমা জাহান বিথী।
গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে উপহার তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজয়ীদের মধ্যে গোলাম রাব্বানি সিফাত, আফসানা আক্তার, আজমির খান ও আসমা জাহান বিথী ফ্রিজ কিনে ওয়ালটনের আধুনিক সিক্সএনাইন মডেলের সাইড বাই সাইড স্মার্ট ফ্রিজ উপহার পেয়েছেন। অন্যদিকে তারিকুল ইসলাম পেয়েছেন ২১৩ লিটার ফ্রিজ এবং সবুর হোসাইন পেয়েছেন ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি।
এ উপলক্ষে মো. রায়হান বলেন, ওয়ালটন সবসময় গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব ও সম্মান দেয়। সারাদেশে প্রতিদিন অসংখ্য ক্রেতা ওয়ালটন পণ্য কিনে উপহার পাচ্ছেন এবং তা স্বচ্ছভাবে তাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও গ্রাহককেন্দ্রিক এই উদ্যোগ অব্যাহত থাকবে।
উপহারপ্রাপ্ত ক্রেতারাও ওয়ালটনের প্রতিশ্রুতি অনুযায়ী সুবিধা নিশ্চিত করায় প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, সিজন-২৩ এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা ই-প্লাজা থেকে পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করলে ক্রেতার মোবাইলে উপহার প্রাপ্তির এসএমএস পাঠানো হচ্ছে। এছাড়া ‘আমার আওয়াজ’ অ্যাপ ব্যবহারকারী গ্রাহকদের জন্য রয়েছে অতিরিক্ত সুবিধা। এই বিশেষ ক্যাম্পেইন চলবে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।



