
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার ইসির উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়।
পরিপত্রে বলা হয়, তপশিল ঘোষণার পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচনসংক্রান্ত কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিস, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিস এবং উপজেলা বা থানা নির্বাচন অফিস সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, বিশেষ করে মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল গ্রহণ, প্রতীক বরাদ্দসহ গুরুত্বপূর্ণ কার্যক্রমের দিনগুলোতে এসব কার্যালয় ছুটির দিনেও খোলা রাখতে হবে। পাশাপাশি মনোনয়নপত্র দাখিল ও বাছাই, বাছাই বা গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়ের করা আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ এবং নির্বাচনসংক্রান্ত অন্যান্য কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত প্রয়োজনে অফিস সময়ের পরেও কার্যালয় খোলা রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তবে পরিপত্রে স্পষ্ট করে জানানো হয়েছে, মনোনয়নপত্র দাখিলের জন্য নির্ধারিত শেষ দিন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বিকেল ৫টার পর কোনো মনোনয়নপত্র দাখিল বা গ্রহণ করা যাবে না এবং কোনো প্রার্থীও প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন না।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.