দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 13 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আঞ্চলিক ইস্যুতে সমন্বিত ভূমিকার ওপর জোর দিলো ইরান ও পাকিস্তান

বার্তা কক্ষ
December 13, 2025 7:39 am
Link Copied!

তুর্কমেনিস্তানে আয়োজিত ইন্টারন্যাশনাল ফোরাম অব পিস অ্যান্ড ট্রাস্ট–এর ফাঁকে বৈঠকে বসেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতিতে ঘনিষ্ঠ সমন্বয় জোরদার করা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং পূর্বে গৃহীত সমঝোতা ও যৌথ প্রকল্পগুলো দ্রুত কার্যকর করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

পেজেশকিয়ান ও শেহবাজ শরিফ পরিবহন ব্যবস্থা, ট্রানজিট সুবিধা এবং সীমান্ত অবকাঠামো উন্নয়নে ইরান–পাকিস্তানের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করেন। তারা বলেন, ইসলামাবাদ সফরে ইরানি প্রেসিডেন্টের সঙ্গে যে চুক্তিগুলো চূড়ান্ত হয়েছিল, সেগুলোর বাস্তব অগ্রগতি নিশ্চিত করা জরুরি।

দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করতে যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, বাণিজ্যিক চলাচল সহজীকরণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাকে অপরিহার্য বলে মত দেন তারা।

আঞ্চলিক ইস্যুতেও বৃহত্তর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে দুই নেতা বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সীমান্তভিত্তিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। জ্বালানি, বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, সীমান্ত বাজার উন্নয়ন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করলে আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।