পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুতে এক গভীর সতর্কবার্তায় ইঙ্গিত দিয়েছেন—আগামী পাঁচ বছরের ভেতরেই রাশিয়া ন্যাটোর কোনো সদস্যদেশে আঘাত হানতে পারে।
জার্মানিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক আয়োজনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন,
“রাশিয়া এখনই আমাদের বিরুদ্ধে আন্ডারকভার অপারেশনের ইন্টেনসিটি বাড়িয়ে দিয়েছে। আমাদের পূর্বসূরিরা যে স্কেলের যুদ্ধ দেখেছিলেন—আমাদেরও সেই লিগের প্রস্তুতি নিতে হবে।”
এই সতর্কবার্তা আসে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতার চেষ্টা করছেন।
অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ঘোষণা দিয়েছেন—ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা রাশিয়ার নেই। তবে যদি ইউরোপ নিজেই আগুন লাগাতে চায়—তাহলে রাশিয়া এখনই ‘মিশন-রেডি’।
২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের আগেও পুতিন একই রকম আশ্বাসবাণী উচ্চারণ করেছিলেন। তাই তার সদ্য দেওয়া বক্তব্য ইউরোপিয়ান নেতৃত্বের মনে নিরাপত্তার বাতি জ্বালাতে পারছে না।
পুতিনের অভিযোগ—ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র যে ফ্রেমওয়ার্ক সাজাচ্ছে, তা বাস্তবায়নের পথে ইউরোপীয় রাষ্ট্রগুলো ইচ্ছাকৃতভাবে বাধা তৈরি করছে। তিনি ইঙ্গিত দেন, ইউক্রেনকে ঘিরে যে শান্তি-পরিকল্পনার খসড়া প্রস্তুত হয়েছে, তা পরিবর্তনের চেষ্টা করছে তাদের ইউরোপীয় মিত্ররা।
বিশ্লেষকেরা বলছেন—যুদ্ধ থামানোর উদ্যোগে ডোনাল্ড ট্রাম্প যদি মধ্যস্থতা করেনও, অনেক খসড়া শর্তই শেষ পর্যন্ত রাশিয়ার সুবিধায় যেতে পারে। এ কারণেই ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়ে খসড়ায় পরিবর্তন চেয়ে আসছেন।
সূত্র: বিবিসি


