দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 11 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের প্রস্তাবিত গাজার ‘বোর্ড অব পিস’ থেকে বাদ পড়লেন টনি ব্লেয়ার

বার্তা কক্ষ
December 11, 2025 7:37 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত গাজার ‘বোর্ড অব পিস’–এ অংশগ্রহণের বিষয়টি থেকে সরে দাঁড়িয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। কয়েকটি আরব ও মুসলিম দেশের কূটনৈতিক আপত্তির পর তাঁকে এই উদ্যোগ থেকে কার্যত বাদ দেওয়া হয়েছে।

গত সেপ্টেম্বরে ট্রাম্প গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ‘গণহত্যামূলক আগ্রাসন’ থামাতে ২০ দফা উদ্যোগ ঘোষণা করেন এবং ওই বোর্ডের জন্য টনি ব্লেয়ারকে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। ব্লেয়ারকেও এই পরিকল্পনা ‘সাহসী ও দূরদৃষ্টিসম্পন্ন’ বলে অভিহিত করতে শোনা যায়, এবং তিনি দায়িত্ব পালনে আগ্রহ প্রকাশ করেছিলেন।

তবে স্মরণযোগ্য যে, ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকাকালে ২০০৩ সালে ব্লেয়ার যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণে অংশ নেন—যে যুদ্ধের ধ্বংসযজ্ঞের জন্য তাকে এখনও মধ্যপ্রাচ্যে আংশিকভাবে দায়ী ধরা হয়।

ক্ষমতা ছাড়ার পর ব্লেয়ারের প্রতিষ্ঠিত Tony Blair Institute (TBI) ইসরায়েলি ব্যবসায়ীদের নেতৃত্বাধীন একটি উদ্যোগে সম্পৃক্ত ছিল, যেখানে গাজার ‘পরবর্তী দিনের’ রোডম্যাপ নিয়ে কাজ চলছিল। সমালোচকদের অভিযোগ, ওই রোডম্যাপ ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের ঝুঁকি বাড়াতে পারে।

সোমবার ফিন্যানশিয়াল টাইমস জানায়, কয়েকটি আরব ও মুসলিম দেশ কঠোরভাবে ব্লেয়ারের সম্ভাব্য ভূমিকার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর তাঁকে এই প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও ব্লেয়ারের এক ঘনিষ্ঠ সহযোগী দাবি করেছেন, আলোচনার প্রক্রিয়া এখনো সচল, এবং আঞ্চলিক আপত্তি তাঁর অপসারণের কারণ—এই বর্ণনা “সম্পূর্ণ সঠিক নয়।” আরেকটি সূত্র জানিয়েছে, ব্লেয়ার ভবিষ্যতে ‘ভিন্ন কোনো ভূমিকায়’ আবার সম্পৃক্ত হতে পারেন।

অন্যদিকে, ট্রাম্পের পরিকল্পনা ঘোষণার পরও গাজার ওপর ইসরায়েলের আক্রমণ অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।

সূত্র: আল জাজিরা