রাজধানীতে গৃহকর্মী সংশ্লিষ্ট অপরাধ দমন ও নিরাপত্তা ঝুঁকি কমাতে ঢাকাবাসীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপি মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মোহাম্মদপুরে গৃহকর্মীর হাতে জোড়া হত্যাকাণ্ডের ভয়াবহ ঘটনার পর কমিশনার এই নির্দেশনা প্রদান করেন। তিনি উল্লেখ করেন, অতীতেও গৃহকর্মীর পরিচয়ে বাসায় প্রবেশ করে মূল্যবান দ্রব্য চুরি বা পালিয়ে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে—যা সামান্য অসতর্কতার ফাঁক গলে বড় অপরাধে রূপ নেয়।
ডিএমপি কমিশনার নাগরিকদের উদ্দেশে বলেন—বাসায় গৃহকর্মী নেওয়ার আগে অবশ্যই তাদের জাতীয় পরিচয়পত্র, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি এবং অন্তত দুইজন পরিচয়দাতার সঠিক নাম–ঠিকানা সংগ্রহ করুন। কারণ তথ্য যাচাই আর সচেতনতা—এটাই হচ্ছে প্রিভেন্টিভ সিকিউরিটির সবচেয়ে শক্তিশালী টুল।
তিনি আরও জানান, ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম সঠিকভাবে পূরণ করা ও নাগরিক তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে পুলিশের সহযোগী ভূমিকা রাখাই এখন সেফ সিটি অপারেশনের অপরিহার্য অংশ।


