দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 9 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জনগণ দায়িত্ব দিলে আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়তে প্রস্তুত বিএনপি: তারেক রহমান

বার্তা কক্ষ
December 9, 2025 1:31 pm
Link Copied!

জনগণ দায়িত্ব দিলে আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ফ্রন্টলাইন নেতৃত্ব দিতে প্রস্তুত—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বক্তব্য তুলে ধরেন।

তারেক রহমান বলেন, দুর্নীতি কীভাবে বাংলাদেশকে ভিতর থেকে ক্ষতিগ্রস্ত করছে তা বোঝার জন্য বেশি দূরে তাকাতে হয় না—চাকরির স্বপ্ন দেখা এক তরুণ গ্র্যাজুয়েট, সাধারণ সরকারি সেবা পেতে হিমশিম খাওয়া একজন কৃষক, হাসপাতালের ভোগান্তিতে পড়া পরিবার, কিংবা ব্যবসা টিকিয়ে রাখতে ঘুষ দিতে বাধ্য উদ্যোক্তার কাহিনি—সবই একই সমস্যার প্রতিচ্ছবি।

তিনি উল্লেখ করেন, খাবারের দাম বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, রাস্তাঘাটে নিরাপত্তাহীনতা—সবকিছুর মূলেই রয়েছে দুর্নীতি, যা প্রতিদিন লাখো মানুষের জীবনকে সংকটে ফেলে দিচ্ছে।

তিনি আরও লেখেন, বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই নতুন নয়। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস সেই দীর্ঘ সংগ্রামকে স্মরণ করিয়ে দেয় এবং মনে করায় সেই সময়টিকে—যখন বাংলাদেশ সত্যিকারের অগ্রগতির পথে ছিল, বিশেষ করে বিএনপির শাসনামলে।

তারেক রহমান বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, স্বচ্ছ সেবা নিশ্চিত করা এবং অর্থনীতিকে মুক্ত করার কার্যক্রম শুরু করেছিলেন—যার ফলে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার কমেছিল। পরে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে সরকারি প্রতিষ্ঠানে আধুনিকায়ন, নতুন ক্রয় নীতিমালা, কঠোর আর্থিক আইন, শক্তিশালী অডিট ব্যবস্থা ও নজরদারি জোরদার করা হয়।

তিনি বলেন, ২০০৪ সালে স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিষ্ঠা ছিল বড় একটি মাইলফলক, যা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জবাবদিহি ব্যবস্থার উন্নতি হিসেবে প্রশংসিত হয়। টিআইবির জরিপ অনুযায়ী ২০০২–২০০৫ সময়কালে দুর্নীতির পরিস্থিতির উন্নতি হলেও তা প্রমাণ করে সে সময়কার সংস্কার সঠিক পথেই ছিল।

তিনি বিএনপির সময়ের কিছু বড় সাফল্যের কথা তুলে ধরেন—
• শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থাপনা
• স্বচ্ছ ক্রয়নীতি
• উন্মুক্ত বাজার অর্থনীতি
• প্রশাসনে ক্ষমতার বিকেন্দ্রীকরণ

তারেক রহমান বলেন, দুর্নীতি কমানোর ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতির রেকর্ড বিএনপির রয়েছে বলেই জনগণ দায়িত্ব দিলে আবারও শক্ত লড়াই চালাতে দলটি প্রস্তুত।

আগামী দিনের পরিকল্পনা হিসেবে তিনি উল্লেখ করেন—
• রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পূর্ণ স্বাধীনতা
• সম্পূর্ণ স্বচ্ছতা ও রিয়েল-টাইম অডিট
• বিচার ও আইনশৃঙ্খলা ব্যবস্থার আধুনিকায়ন
• সর্বাত্মক ই-গভর্ন্যান্স
• হুইসলব্লোয়ার সুরক্ষা
• শিক্ষায় নৈতিকতা শিক্ষা
• শক্তিশালী আর্থিক নজরদারি

তিনি বলেন, বহু বছরের অব্যবস্থাপনা দূর করা কঠিন হবে, কিন্তু সৎ নেতৃত্ব ও জনগণের আস্থা থাকলে পরিবর্তন সম্ভব।

পোস্টে তিনি টিআইবি প্রকাশিত ২০০১–২০০৬ মেয়াদের দুর্নীতির সূচকের একটি চার্টও শেয়ার করেন।