দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 8 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ডিইউজে আরও সক্রিয় হবে: জামায়াত আমির

বার্তা কক্ষ
December 8, 2025 9:24 am
Link Copied!

গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত কমিটি আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

গতকাল রোববার (৭ ডিসেম্বর) ডিইউজের নবনির্বাচিত সভাপতি মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে তিনি এ আশা প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে গঠিত এই পুনর্নির্বাচিত কমিটি সাংবাদিক সমাজের আস্থা, সুনাম ও সক্ষমতার শক্তিশালী প্রতিফলন। তাঁর মতে, এই ধারাবাহিক নেতৃত্ব গণমাধ্যম অঙ্গনের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন এনার্জি ও স্ট্র্যাটেজিক ফোকাস যোগ করবে।

বিবৃতিতে তিনি বলেন, গণমাধ্যম যে কোনো গণতান্ত্রিক কাঠামোর অন্যতম কেন্দ্রবিন্দু—সত্য প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ এবং জাতীয় অগ্রগতির ইকোসিস্টেমে সংবাদকর্মীদের ভূমিকা অপরিহার্য। সেই প্রেক্ষাপটে ডিইউজে নেতৃত্ব শুধু পেশাগত সুরক্ষা নয়, বরং সাংবাদিকতার স্বাধীনতা, মর্যাদা এবং ইনটেগ্রিটিকে ধরে রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করে।