দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী—থাইল্যান্ড ও কম্বোডিয়ার পুরোনো সীমান্ত উত্তেজনা আবারও রি-অ্যাকটিভেট হয়েছে। রোববার কম্বোডিয়া সীমান্তসংলগ্ন থাই প্রদেশ সি সা কেতে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে অন্তত দুইজন থাই সেনা আহত হন।
থাই সামরিক বাহিনীর অফিসিয়াল ব্রিফিংয়ে জানানো হয়—রোববার স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে কম্বোডীয় সেনারা থাই সীমান্ত লক্ষ্য করে গোলাগুলি শুরু করে। থাই সেনারাও ইমিডিয়েট কাউন্টার-রেসপন্স দেয়। প্রায় ৩৫ মিনিট ধরে চলা এই সংঘর্ষে একজন থাই সেনা পায়ে এবং আরেকজন বুকে গুলিবিদ্ধ হন।
এর আগে একই দিন, জাতিসংঘে থাইল্যান্ড অভিযোগ জানায় যে, কম্বোডিয়া নাকি সীমান্তবর্তী থাই এলাকায় গোপনে ল্যান্ডমাইন পুঁতে রাখছে—যার বিস্ফোরণে থাই ও চীনা নাগরিক আহত হওয়ার রেকর্ডও রয়েছে।
সংঘর্ষ স্থিতিশীল হওয়ামাত্রই থাই সামরিক বাহিনী ও বর্ডার গার্ড দল বুরি রাম, সুরিন, সি সা কেত এবং উবন রাতচাথানি—এই চার প্রদেশের কয়েক হাজার বাসিন্দাকে সেফ জোনে সরিয়ে নেয়।
উল্লেখ্য, সীমান্ত নিয়ে টানা উত্তেজনার জেরে গত জুলাইয়ে ১৫ বছরের যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সংঘর্ষ শুরু হয়, যা পাঁচ দিন স্থায়ী ছিল। সেই ঘটনায় দুই দেশের মোট ৩২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছিলেন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় আবার যুদ্ধবিরতি কার্যকর হয়।


